চট্টগ্রামের পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেল ঐক্য পরিষদ গঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ১২:১১ পূর্বাহ্ণ | 964 বার পঠিত
চট্টগ্রামের পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেল ঐক্য পরিষদ গঠিত

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। পৃথিবীর সকল দেশের মত যুগলদের ভালোবাসা প্রকাশের বছরের স্মরণীয় দিন। প্রেমিক- প্রেমিকারা প্রতি বছর ঘুরেফিরে ভালোবাসা পূর্ণ একটি দিন অতিবাহিত করে ভ্যালেন্টাইনস ডে তে। কিন্তু দেশের যে সকল ছেলে মেয়েদের প্রেমিক বা প্রেমিকা নেই তারাও বসে নেই। চট্টগ্রামের পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সিঙ্গেল ঐক্য পরিষদ গঠন করেছে।

তারা দেশের বিভিন্ন অঞ্চল বা বিশ্ববিদ্যালয় ভিত্তিক গড়ে তুলছে সিঙ্গেল ঐক্য পরিষদ। দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহল্লা বা এলাকায় ভালোবাসা দিবসের দিন দেখা যায় সিঙ্গেল ঐক্য পরিষদের মিছিল ও ক্ষোভ সভা আর ভালোবাসা পাওয়ার আকাঙ্খা। সেই আন্দোলন আর জোরদার করার লক্ষ্যে চট্টগ্রামের পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল ছাত্রছাত্রীরা প্রতি বছরের ন্যায় এবারও গঠন করলো আগামী এক বছরের জন্য ‘PIUC সিঙ্গেল ঐক্য পরিষদ’।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ২০১৯-২০২০ সালের PIUC সিঙ্গেল ঐক্য পরিষদের সভাপতি ইঞ্জিঃ কাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন সাক্ষরিত ৮৫ সদস্যের PIUC সিঙ্গেল ঐক্য পরিষদের সভাপতি হিসেবে মোঃ তানভীর হোসেনকে আর সাধারণ সম্পাদক হিসেবে অতীশ চৌধুরী (বিবিএ -১২), সাংগঠনিক সম্পাদক হিসেবে এম.এ.নাবিল (সি.এস.ই -১৩) কে ঘোষণা করা হয়েছে।

এছাড়াও ব্যবস্থাপনা সম্পাদক আয়মানুল মেহেদী (বিবিএ -১৩),পরিকল্পনা সম্পাদক ইনজামুল ইবনু (বিবিএ -১৩), দপ্তর সম্পাদক আহসানুল কবির পাবেল (এল.এল.বি-১৫), প্রচার সম্পাদক মুরাদ হিরো (বিবিএ -১৩), আইন সম্পাদক রেদয়ান হোসেন অভি (এল.এল.বি -১৩), অর্থ সম্পাদক সোহেল সিকদার (বিবিএ -১৩), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কে.ডি কার্লি শিহান (এল.এল.এম ), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইরফান (বিবিএ -১৩), কর্মসূচী বিষয়ক সম্পাদক নিশান চৌধুরী (ইইই – ১৭), ছাত্র কল্যাণ সম্পাদক আরাফাত রহমান (টেক্স – ১২), ছাত্রী কল্যাণ সম্পাদক সেনোরিতা আফরিন (বিএফটি -১৫) ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক করা হয়েছে মোঃ হানিফ (জে.আর.এন -১৫)।

আগামী এক বছরের জন্য অনুমোদিত এই PIUC সিঙ্গেল ঐক্য পরিষদ আগামী ২০২১ সালের ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করবে।
নব নির্বাচিত সিঙ্গেল ঐক্য পরিষদের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। আগামী এক বছরের জন্য তারা এই সিঙ্গেল ঐক্য পরিষদ বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল ছাত্রছাত্রীদের অধিকার আদায়ে কাজ করে যেতে পারবে বলে মনে করে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক।

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল ছাত্র-ছাত্রীদের পক্ষ হয়ে কাজ করে যাওয়ার ঘোষণা দেন।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/ফোরকান/জেডআর

পূর্ববর্তী নিবন্ধইবিতে গাইবান্ধা জেলা কল্যাণের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধকেন্দ্রীয় লাইব্রেরীর প্রক্ষালন কক্ষ সংস্কারে ১৩ লাখ টাকা বরাদ্ধ