চবিতে জমজমাট আয়োজনে পিঠা উৎসব (ভিডিও)

চবি প্রতিনিধি:
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০ | ৯:২৮ অপরাহ্ণ | 289 বার পঠিত
চবিতে জমজমাট আয়োজনে পিঠা উৎসব

নতুন ধানে নতুন প্রাণ, চলো মাতি পিঠার গানে’ এ প্রতিপাদ্যকে ধারন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় অনুষ্ঠান উদ্বোধন করেন চট্রগাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড.শিরীন আখতার।

সাংস্কৃতিক জোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়ে উপচার্য বলেন, এ ধরনের নান্দনিক আয়োজন পারস্পরিক সৌহার্দ-সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে।এ ধরনের পিঠা উৎসব তরুণ প্রজন্মের কাছে একটি নতুন মাত্রা যোগ করে।গ্রাম বাংলার নানা বৈচিত্রের পিঠা সম্পর্কে শহুরে জীবন তেমন সাড়া না জোগালেও গ্রামে এখনও এর প্রচলন সমধিক। এখানে অনেক রকম পিঠা দেখতে পেলাম যে গুলো আমাদের আবহমান বাংলার ঐতিহ্যের প্রতিচ্ছবি।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন সাংস্কৃতিক জোটের ব্যানারে উৎসব অনুষ্ঠিত হয়। তারমধ্যে উল্লেখযোগ্য ছিলো অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আবৃত্তি মঞ্চ, বন্ধু সভা চবি, লোকজ সাংস্কৃতিক সংগঠন।

এদিকে, পিঠা উৎসব আয়োজক সংগঠনগুলোর পরিবেশনায় শহিদ মিনার চত্বরে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/তামিম/এসকে

পূর্ববর্তী নিবন্ধকালিয়ার নড়াগাতিতে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধসনাতন বিদ্যার্থী সংসদ চবির নতুন কমিটি ঘোষণা