পশ্চিমবঙ্গজুড়ে চলছে সংশোধিত নাগরিকত্ব আইন, একই মঞ্চে থাকবে মমতা ও নরেন্দ্র মোদি

মুক্ত ক্যাম্পাস ডেস্ক
শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২০ | ৪:৩৭ অপরাহ্ণ | 105 বার পঠিত

পশ্চিমবঙ্গজুড়ে চলছে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) বিরোধী আন্দোলন।

রাজ্যে এই আইন কার্যকর করতে দেওয়া হবে না, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের ঘোষণা।

১২ জানুয়ারি কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিন কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শুক্রবার ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেই অনুষ্ঠানে একই মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

(০৩ জানুয়ারী) শুক্রবার নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বামপন্থী সিপিএমের ছাত্রসংগঠন এসএফআইয়ের ডাকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলটি কলকাতার শহীদ মিনার থেকে শুরু হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে কলকাতায় বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেনের কাছে গিয়ে শেষ হবে।

পরে বিজেপি সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এই মিছিলে অংশ নেবেন রূপান্তরিত, তৃতীয় লিঙ্গের মানুষেরাও। দিল্লিতেও এফএফআইয়ের উদ্যোগে আজ একইভাবে প্রতিবাদ মিছিল হবে। মিছিলটি দিল্লির মান্ডি হাউস থেকে শুরু হয়ে যন্তরমন্তর পর্যন্ত যাবে। পরে দিল্লিতে বিজেপির সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচিও রয়েছে।

গত বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হবে। অমিত শাহর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গতকাল বৃহস্পতিবার বলেন, অলীক স্বপ্ন দেখছেন অমিত শাহ। বাস্তবমুখী থাকলে তিনি এ ধরনের হাস্যকর কথা বলতেন না।

কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, বাংলার বাস্তবতা সম্পর্কে একদম অজ্ঞ অমিত শাহ। এটা শুধু অলীক স্বপ্ন নয়, মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা বটে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা ও সিপিএমের বিধায়ক সুজন চক্রবর্তী বলেছেন, ‘অমিত-মোদি অসত্য কথা বলছেন। বাংলার মানুষ মোদি-অমিত শাহকে মেনে নেবে না।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধভোলায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক
পরবর্তী নিবন্ধজেনারেল হত্যার ‘চরম প্রতিশোধ’ নেয়ার ঘোষণা খামেনির