পলিটেকনিকের ৫ শিক্ষার্থীকে আদালতে সোপর্দ

এমসি রিপোর্ট
মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ১১:০১ পূর্বাহ্ণ

পলিটেকনিক শিক্ষার্থীদের চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে আটক ৫ শিক্ষার্থীকে আদালত হাজির করেছে শাহবাগ থানা পুলিশ।

শর্ট সিলেবাসে পরীক্ষা, দ্রুত ক্লাস চালু, সেশন জট ও বাড়তি ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রবিবার (০৭ জানুয়ারি) বিক্ষোভ সমাবেশ থেকে ৫ জনকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) আটককৃতদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা মোতাবেক ষড়যন্ত্রমূলক ভাবে অপরাধ সংঘটনের অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

আদালতে হাজির করা ৫ শিক্ষার্থী হলেন- ১. মেহেদী হাসান লিমন (২০), পিতা: ফারুক হোসেন। ২. নাওয়াহির আলম দিহান (২০), পিতা দিদারুল আলম। ৩. মো. শহিদুল ইসলাম সোহেল (১৮), পিতা: মো. শামসুল হক। ৪. মো. হিমেল উদ্দিন (২২), পিতা: জমিরুল ইসলাম এবং ৫. জান্নাতুল ফেরদৌস (২২), পিতা: আব্দুল ওয়াদুদ।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানাধীন নীলক্ষেত পুলিশ ফাঁড়ীর ইনচার্জ সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ রইচ হোসেন গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে তদন্ত প্রতিবেদন পেশ না করা পর্যন্ত তাদের জেলহাজতে আটক রাখার আবেদন করেন।

পূর্ববর্তী নিবন্ধমেডিকেলে ভর্তি পরীক্ষা ২ এপ্রিল
পরবর্তী নিবন্ধএসএসসিতে শতভাগ ফেল প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়