পবিত্র শবে মেরাজ ২২ মার্চ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ১১:১৯ অপরাহ্ণ | 400 বার পঠিত
পবিত্র শবে মেরাজ

সোমবার দেশের আকাশে ১৪৪১ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার থেকে শুরু হবে আরবি নতুন মাস। সে হিসেবে আগামী ২২ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘ আজ ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরির রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার থেকে রজব মাস গণনা শুরু হবে। তাই ২৬ রজব বা ২২ মার্চ দিবাগত রাতে সারাদেশে শবে মেরাজ পালিত হবে।’

২৬ রজব দিবাগত রাতটি লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ হিসেবে পরিচিত। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন এবং সেখানে আল্লাহর সঙ্গে কথোপকথন হয় বলে কোরআন-হাদিসে উল্লেখ আছে।

পবিত্র শবে মেরাজ ২২ মার্চ

শবে মেরাজেই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয় মুসলমানদের ওপর। এজন্য রাতটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে থাকে উপমহাদেশে।

রজব মাস শুরুর মধ্য দিয়ে পবিত্র রমজানের দিনক্ষণ গণনা শুরু হয়। এর ঠিক দুই মাস পর শুরু হয় রমজান। এজন্য রজব মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানরা রমজানের প্রস্তুতি নিতে থাকেন।

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে আগামী ২২ মার্চ।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/কেএস

পূর্ববর্তী নিবন্ধছিনতাইয়ের অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
পরবর্তী নিবন্ধসমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না রাবি