পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ

মুক্ত ক্যাম্পাস ডেস্ক
রবিবার, ১০ নভেম্বর ২০১৯ | ৮:০৪ পূর্বাহ্ণ | 134 বার পঠিত

আজ ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ(স.)

জাহেলিয়াতের সেই যুগে মানুষকে আলোর পথ দেখিয়ে ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। মহানবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও মৃত্যুর এ দিনটি সারা বিশ্বের মুসলমানদের কাছে মর্যাদা ও তাৎপর্যপূর্ণ।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীসহ সারা দেশের বড় বড় মসজিদে আয়োজন করা হয়েছে বিশেষ ইবাদত-বন্দেগি ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হবে।

এ উপলক্ষে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধআজ শহীদ নূর হোসেন দিবস
পরবর্তী নিবন্ধসাতক্ষীরায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় বুলবুল