পবিত্র ঈদে মিলাদুন্নবী শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | ১০:০০ অপরাহ্ণ
চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদ

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আগামীকাল শুক্রবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে দেশব্যাপী নানা আয়োজন করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল মাসে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। মাত্র ৬৩ বছরের একই দিনে তিনি পরলোকগমন করেন।

সমগ্র বিশ্বে মুসলমানদের কাছে ১২ রবিউল আউয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণময় দিন। মুসলমান সম্প্রদায় দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করে।

বাংলাদেশে দিনটি সরকারি ছুটির দিন এবং দেশের মুসলিমরা এ দিন বিশেষ ইবাদত করেন। দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা ও কোরআন খতমসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মসজিদ ও মাদরাসা।

পূর্ববর্তী নিবন্ধরবিবার পর্যন্ত অনশন বন্ধ করেছে বশেমুরবিপ্রবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধহল উদ্ধারের দাবিতে মাঠে নেমেছে জবি শিক্ষার্থীরা