পটিয়ায় বঙ্গুবন্ধু গোল্ডকাপে কচুয়াই ইউনিয়ন চ্যাম্পিয়ন

ফোরকান রাসেল, চট্টগ্রাম
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯ | ৬:০৭ অপরাহ্ণ | 158 বার পঠিত

চট্টগ্রামের পটিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলায় ছনহরা ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কচুয়াই ইউনিয়ন।

গতকাল শনিবার বিকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আয়োজিত টুর্নামেন্টে ছনহরা ইউনিয়ন ও কচুয়াই ইউনিয়নের মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণে ফাইনাল খেলা শুরু হয়।
প্রথমার্ধে গোল শূন্য খেলা শেষ হয়। গ্যালারি ছিল দর্শকে পূর্ণ। ফুটবল যে প্রাণের খেলা। টানটান উত্তেজনা ছড়িয়ে পড়েছিল দর্শকদের মাঝেও।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দুদলই মরিয়া হয়ে গোল দিতে চেষ্টা করে। খেলা শেষ হতে ১০ মিনিট বাকি তখন কচুয়াই ইউনিয়ন দলের ফাহিমের দুর্দান্ত এক শট ছনহরা ইউনিয়নের গোল রক্ষক মারুফকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। ১-০ গোলের লিড নিয়ে ফেলে কচুয়াই ইউনিয়ন ফুটবল দল।

পরবর্তীতে ছনহরা ইউনিয়ন পাল্টা আক্রমনে নেমেও শেষ রক্ষা করতে পারেনি। ফলে রেফারি যখন শেষ বাঁশি বাজালো ১-০ গোলে এগিয়ে থেকে জিতে কচুয়াই ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়ে যায়। হাজার হাজার দর্শকদের করতালিতে মুখোরিত হয়ে উঠে মাঠ।

টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয় ছনহরা ইউনিয়ন দলের গোলরক্ষক মারুফ, সেরা গোলদাতা খরনা ইউনিয়ন দলের ইমরান হোসেন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ছনহরা ইউনিয়নের মারুফুল হাসান।
ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কচুয়াই ইউনিয়ন দলের হৃদয় দে।

চ্যাম্পিয়ন দল কচুয়াই ইউনিয়ন দলকে নগদ ২০,০০০ টাকা ও চ্যাম্পিয়নস ট্রফি এবং রানার্সআপ দল ছনহরাকে রানার্সআপ ট্রফি ও নগদ ১০,০০০ টাকা তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী,ভাইস চেয়ারম্যান ডা. তিমীর বরণ চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদ বেগম শিরু, ওসি তদন্ত জাব্বারুল ইসলাম।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এম হাসেম, এস এম ইনজামূল হক জসিম,মাহবুবুর রহমান, আবদুর রশিদ দৌলতি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, আলমগীর খালেদ, এম এজাজ চৌধুরী, পৌর কাউন্সিলর খোরশেদ গণি, আবু ছৈয়দ, ফজলুল হল আল্লাই, নাছির উদ্দিন পদ্মা, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এন এ নাছির, ক্রীড়া সংস্থার আবুল কাশেম, ডা. সাইফুল ইসলাম, পটিয়া পৌরসভা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, নাছির উদ্দিন, বিএম জসিম উদ্দিন, পুলক চৌধুরী, বোরহান উদ্দিন, মজিবুল হক চৌধুরী নবাব, মিজানুর রহমান, আবুল কালাম বাবুল, নিশান ইমতিয়াজ।

খেলায় ধারাভাষ্য দেন ইকবাল হোসেন ও হাফিজুর রহমান রুবেল।

মুক্ত ক্যাম্পাস/ফোরকান/জেজডআর

পূর্ববর্তী নিবন্ধশাহজাদপুরে ইয়াবাসহ গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধযবিপ্রবির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু