নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি বাহাদুর, সম্পাদক মাহাবুব

নোবিপ্রবি প্রতিনিধি :
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ | ১০:৪০ অপরাহ্ণ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন এসিসিই বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক ডিবিএ বিভাগের অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান।

আজ রবিবার (১৮ ডিসেম্বর ২০২২) বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী ১১ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যান্যরা হলেন-সহ সভাপতি শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব মল্লিক এবং কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিএ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবেল মিয়া এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম সেলিম।

নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি বাহাদুর, সম্পাদক মাহাবুব

কোষাধ্যক্ষ ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ড. ফাহদ হুসাইন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড.লতিফা বুলবুল। প্রচার সম্পাদক এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিএমএস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহীন কাদির ভুঁইয়া।

সদস্য হিসেবে রয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন, এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো. রফিকুল ইসলাম, আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক বাদশা মিয়া এবং অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক ড. অতুন সাহা।

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নির্বাচন কমিশনার ছিলেন ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান এবং
আইসিই বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা জাহান সোহেলী।

নব নির্বাচিত সভাপতি ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘ শিক্ষকদের অর্পিত এ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে চাই। বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে সর্বাত্মক সহায়তা করে যাবো। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মান সম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সদা কাজ করে যাবো।”

সাধারণ সম্পাদক ড. এস এম মাহাবুব বলেন, ” সকলের সহযোগীতায় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে কাজ করে যেতে চাই। নোবিপ্রবিকে দেশের বুকে অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে সর্বদা চেষ্টা অব্যাহত থাকবে”

পূর্ববর্তী নিবন্ধনোবিপ্রবিতে কোটায় ভর্তির সময়সূচি প্রকাশ
পরবর্তী নিবন্ধকুবিতে অর্থনীতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত