স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নোবিপ্রবিতে নীল দলের পুষ্পস্তবক অর্পণ

নোবিপ্রবি প্রতিনিধি:
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০ | ৪:৪৬ অপরাহ্ণ
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নোবিপ্রবিতে নীল দলের পুষ্পস্তবক অর্পণ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় ‘নীল দল’ এর পক্ষ হতে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এতে নীল দলের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, জাতির পিতার আর্দশে অনুপ্রাণিত হয়ে জাতি হিসাবে আমরা ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ করতে সক্ষম হয়েছি। সেই যাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক দের অগ্রনী ভূমিকা রাখতে হবে, যাতে করে আমাদের চিন্তা, গবেষণা ও কাজের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গঠন করতে করতে পারি।

এ সময় আরও বক্তব্য রাখেন, নীল দলের আহবায়ক ড. ফিরোজ আহমেদ তিনি বলেন, স্বাধীন বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী ও গর্বিত জাতি হিসেবে গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল অগ্রণী। তিনি এসময় আরও বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাতে বিশ্বব্যাপী সফল ও উজ্জ্বল শিক্ষাক্ষেত্রে পরিণত হতে পারে সেজন্য শিক্ষক সমাজকে বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে নিজ নিজ ক্ষেত্রে হতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আজকের এই দিনটিতে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও নয়াদিল্লি হয়ে ১৯৭২ সালের এই দিনে তিনি স্বাধীন স্বদেশের বুকে ফিরে আসেন।

প্রসঙ্গত, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৯ মাস পাকিস্তানে কারাবাস থেকে মুক্ত হয়ে এই দিনে দেশে ফিরে আসেন তিনি। দিনটিকে উপলক্ষ করে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন করা হলো।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৫ টায় কেন্দ্রীয়ভাবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতির পিতার জন্মশতবার্ষিকীর লোগো উন্মোচন, ঘড়ি চালুর মধ্যদিয়ে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী।

এ সময় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে জাতি হিসেবে বাঙালি আত্মপরিচয় পেতো না।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল বাঙালি এবং সবাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

মুক্ত ক্যাম্পাস/নোমান/এমআর

পূর্ববর্তী নিবন্ধস্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধমুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী