এবার নুরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

এমসি রিপোর্ট
বুধবার, ২১ এপ্রিল ২০২১ | ১০:১০ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়ছে। ডিজিটাল নিরাপত্তা আইনে নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির বাদী হয়ে মামলাটি করেছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে কোতোয়ালি থানায় তিনি মামলাটি দায়ের করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আব্দুর রউফ।

মামলাযর এজাহারে বলা হয়েছে, গত ১৪ এপ্রিল নুরুল হক নুর ফেসবুক আইডি থেকে লাইভে কিছু বক্তব্য দেন। তাতে তাঁর ‘আক্রমণাত্মক’ ও ‘উসকানিমূলক’ বক্তব্য অসংখ্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালানো হয়েছে।

চট্টগ্রাম আদালত ভবনে আইনজীবীর চেম্বারে নুরুল হক নুরের এ বক্তব্য দেখতে পান বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এই নেতা।

এর আগে, একই অভিযোগে নুরের বিরুদ্ধে ঢাকা ও সিলেটে মামলা হয়। এরপর আরেকটি ফেসবুক পেজ থেকে পুনরায় লাইভে এসে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান নুর। একই সঙ্গে আগের ভিডিওটি ফেসবুক থেকে অপসারণের কথাও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধফ্লয়েড হত্যায় দোষী সাব্যস্ত সেই পুলিশ কর্মকর্তা
পরবর্তী নিবন্ধচার জেলায় তীব্র তাপপ্রবাহ, হতে পারে বজ্রসহ বৃষ্টি