নিরাপদ সড়ক বাস্তবায়নে চারজনকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৩০ নভেম্বর ২০১৯ | ৪:৫১ অপরাহ্ণ | 110 বার পঠিত

জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ সড়ক আন্দোলন’ নিসচা’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ নভেম্বর) সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

আইন প্রয়োগ করে সড়কে চলমান সংকট উত্তরণে নতুন সড়ক পরিবহন আইনের যথাযথ বাস্তবায়নের বিকল্প নেই। পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটি যে ১১১টি সুপারিশ করেছে, তাতে এ আইন বাস্তবায়নের পথ নির্দেশনা রয়েছে। এতে পুরো সড়ক ব্যবস্থাপনা সিসিটিভি ক্যামেরায় আওয়তায় আনার কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক বাস্তবায়নে অবদানের স্বীকৃতি হিসেবে চারজনকে সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমীন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ এবং ডিএমপির তেজগাঁও জোনের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক।

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধহুমকি দিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল
পরবর্তী নিবন্ধসেশনজট জটিলতায় আটকে গেল চারুকলা শিক্ষার্থীদের সমাবর্তন