ঠাকুরগাঁওয়ে নিজ হাতে তৈরী শহীদ মিনারে প্রতিবন্ধী শিশুদের শ্রদ্ধা

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ | ১১:২৩ অপরাহ্ণ | 112 বার পঠিত
ঠাকুরগাঁওয়ে নিজ হাতে তৈরী শহীদ মিনারে প্রতিবন্ধী শিশুদের শ্রদ্ধা

‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাঙলা ভাষা’ এই স্লোগানকে সামনে রেখে নিজ হাতে তৈরী কলা গাছের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে ঠাকুরগাঁওয়ের প্রতিবন্ধী শিশুরা।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী ঝাঁড়গাঁও ভেলাজান ইউনিয়নের একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে এ দৃশ্যের দেখা মেলে। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলামের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সাহিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী। এছাড়াও বক্তব্য রাখেন স্কুলের শিক্ষিকা দুলালি আক্তার বিথি, সৃষ্টি রানী রায় প্রমুখ।

মুক্ত ক্যাম্পাস/গৌতম/জেডআর

পূর্ববর্তী নিবন্ধভাষা শহীদদের প্রতি ইউনিস্যাবের শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধচবিতে ভাষা শহীদদের স্মরণে সেভ দ্যা স্টুডেন্টের শ্রদ্ধাঞ্জলি