নিউজিল্যান্ডে নোবিপ্রবি শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া

নোবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ | ১২:৫৪ পূর্বাহ্ণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায় রবিবার রাত ৮টায় (বাংলাদেশ সময়) নিউজিল্যান্ডে মারা গেছেন। তিনি নিউজিল্যান্ডে পিএইচডি করছিলেন। তার এ অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, তার এ আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার মাগফেরাত কামনা করেন। অর্পিতা রায়ের আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, অর্পিতা রায় ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অটোগা’তে পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধস্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ
পরবর্তী নিবন্ধসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না