নাসিমের মৃত্যুতে জাতিসংঘ পরিবারের শোক

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৫ জুন ২০২০ | ৯:১৯ অপরাহ্ণ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতিসংঘ পরিবার।
 
রবিবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো স্বাক্ষরিত এক বার্তায় গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
 
শোক বার্তায় বলা হয়, মোহাম্মদ নাসিম স্বাস্থ্য ও স্বরাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রনালয়ে দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে যে ভূমিকা রেখেছেন তার জন্য স্বরণীয় হয়ে থাকবেন। এছাড়াও একাদশ জাতীয় সংসদে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও তার ভূমিকা স্বরণযোগ্য।
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর প্রেরিত এই শোক বার্তা পরিবারের পৌছে দেওয়ার অনুরোধ করা হয়।
 
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম গত ১৩ জুন শনিবার বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মুক্ত ক্যাম্পাস/এমআর
পূর্ববর্তী নিবন্ধফেসবুকে পোস্ট দিয়ে চাকরি হারালেন মসজিদের ইমাম
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের সবাইকে ৩টি করে গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী