নানা আয়োজনে খুবিতে বিজয় দিবস উদযাপন

খুবি প্রতিনিধি:
সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ | ৬:৩০ অপরাহ্ণ | 114 বার পঠিত
নানা আয়োজনে খুবিতে বিজয় দিবস উদযাপন

বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ সোমবার (১৬ ডিসেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সকাল সাড়ে ৬ টায় শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মুখে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলা চত্ত্বরে পৌঁছান। উপাচার্যের সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান কর্মসূচি শুরু হয়।

এরপরই বিভিন্ন ডিসিপ্লিন, আবাসিক হল, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, এনটিএ, খুবি স্কুল, খুবি অফিসার্স কল্যাণ পরিষদ, চেতনায় মুক্তিযুদ্ধ, কর্মচারিবৃন্দসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এছাড়া বিজয় দিবসের কর্মসূচি হিসেবে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

মুক্ত ক্যাম্পাস/রুবায়েত/এমআর

পূর্ববর্তী নিবন্ধনানা আয়োজনে কুবিতে মহান বিজয় দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধচিত্রনায়িকা তানহা মৌমাছির আজ শুভ জন্মদিন