ধর্ষকদের যৌনাঙ্গ কেটে দেবে নাইজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ | ১০:৫৮ পূর্বাহ্ণ

ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন পাস করেছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার কাদুনা রাজ্য। এখন থেকে সেখানে ধর্ষণের দায়ে কেউ দোষী সাব্যস্ত হলে শাস্তি হিসেবে অস্ত্রোপচারের মাধ্যমে তাকে নপুংসক (খোজা) করা হবে। শুধু তাই নয়, ১৪ বছরের কম বয়সী কাউকে ধর্ষণ করলে শাস্তি হবে মৃত্যুদণ্ড। বৃহস্পতিবার কাদুনা রাজ্যের গভর্নর নাসির আহমেদ এল রুফাই এমনই এক ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, শিশুদের ধর্ষণের মতো ভয়ানক অপরাধ থেকে বাঁচাতে এমন কঠিন শাস্তির বিধান করার কোনও বিকল্প নেই। এটা প্রয়োজন ছিল।’

মহামারী করোনাভাইরাসের এই লকডাউনের সময় নাইজেরিয়ার ধর্ষণের হার আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। ফলে বেশ সমালোচনায় পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়েই ধর্ষণের বিরুদ্ধে কঠিন শাস্তির বিধান করল ওই রাজ্য সরকার। অবশ্য নাইজেরিয়ার কাদুনা রাজ্যে ধর্ষণের কঠিন শাস্তি আগে থেকেই ছিল। রাজ্যটিতে আগে প্রাপ্তবয়স্ক নারীদের ধর্ষণের শাস্তি ছিল ২১ বছরের কারাদণ্ড। আর সংখ্যালঘুদের ধর্ষণের শাস্তি ছিল যাবজ্জীবন।

নাইজেরিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৮০০ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ধর্ষকদের কঠোর শাস্তির দাবি উঠে জনগণের কাছ থেকে। সেই দাবিকে মেনে নিয়েই কঠোর সাজার পথে হাঁটতে চলেছে নাইজেরিয়ার প্রশাসন। বলা হয়েছে, পুরুষ ধর্ষকদের ক্ষেত্রে অস্ত্রোপচার করে যৌনাঙ্গ কেটে দেওয়া হবে। আর যদি কোনও মহিলা ধরা পড়েন, তাহলে তাঁর ফেলোপাইন টিউব বাদ দিয়ে দেওয়া হবে। এছাড়া ১৪ বছরের কম বয়সের শিশুকে ধর্ষণ করলে হবে মৃত্যুদণ্ড।

নাইজেরিয়ায় প্রতি বছর প্রায় ২০ লাখ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়। গত ডিসেম্বরে দেশটির নারী বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। গত জুনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস মহামারির মধ্যে ওই সংখ্যা তিনগুণ বেড়ে গেছে। নিউ ইয়র্ক টাইমস

পূর্ববর্তী নিবন্ধকরোনাকালেও ভারতে ১৫ নতুন বিলিওনিয়ার
পরবর্তী নিবন্ধসীমান্তে হত্যা বন্ধে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে: বিএসএফ ডিজি