দেশে করোনায় মৃত্যু ৪১, শনাক্ত ২৮৬৮

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ | ৫:১০ অপরাহ্ণ
আখাউড়ায় করোনার উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৮৬৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। এছাড়া সংক্রমিতদের মধ্যে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার  ৮২২জন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৭ জন নারী।

বৈশ্বিক অবস্থা

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস এখন গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ২৬ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা সাত লাখ ৯১ হাজারের বেশি। তবে সুস্থ হয়েছেন এক কোটি ৫৩ লাখেরও বেশি মানুষ। দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

মুক্ত ক্যাম্পাস/কেআর

পূর্ববর্তী নিবন্ধকয়লাখনি দুর্নীতি : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৭ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু