দুর্দান্ত খেলেও ড্র করে মাঠ ছাড়লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ | ১০:২৭ অপরাহ্ণ | 155 বার পঠিত

৮৫ হাজার দর্শকের মাঠ গ্যালারি কানায় কানায় পূর্ণ। বিশাল এই স্টেডিয়ামে ছড়িয়ে থাকা নানা প্রান্তে উল্লাস করছে দুই দলের সমর্থকরা। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু নির্ধারিত সময়ের ২ মিনিট আগে ভারতের আদিল খানের গোলে জয় হাত ছাড়া হয় জামাল ভূঁইয়াদের। শেষ পর্যন্ত ওই ১-১ গোলে সমতায় থেকে খেলা শেষ করে দু’দল।

আজ মঙ্গলবার রাত ৮টায় কলকাতার সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। শুরুতে গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। এরপর দু’দল আক্রমণ ও পাল্টা আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারছিল না কোনো দলই। অবশেষে ৪২ মিনিটে সাদের গোলে ভারতের বিপক্ষে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে ওই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যান জামাল ভূঁইয়ারা।

কাতার বিশ্বকাপ যাবার মিশনে গ্রুপ ‘ই’র ম্যাচে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে দুই দল।
এই ড্র’র পর গ্রুপ ‘ই’র পঞ্চম স্থানে নেমে গেল বাংলাদেশ। ৩ ম্যাচে ১ ড্র ও ২ হারে জেমি ডে’র দলের পয়েন্ট মাত্র ১। অন্যদিকে সমান ম্যাচ খেলে ২ ড্র ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারত।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধজাবির ওভারব্রিজে ছিনতাইকারী আটক
পরবর্তী নিবন্ধযে কারণে তুহিনকে নির্মমভাবে হত্যা করলেন বাবা