দিল্লিতে সহিংসতার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

খোরশেদ আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ৬:১৮ অপরাহ্ণ | 181 বার পঠিত

ভারতের রাজধানী দিল্লীতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সিএএ নিয়ে আন্দোলনরতদের ওপর সহিংস হামলা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় মূলফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আরেফিন রফিকের সঞ্চালনায় মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী মূসা ভূইয়া বলেন, আমরা সাম্প্রদায়িক হিংস্রতায় শিকার যেকোনো ধর্মের মানুষের পাশে আছি। ভারতে মুসলিমদের ওপর আক্রমণ বর্তমান সভ্যতার জন্য লজ্জাজনক ঘটনা।

এসময় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দিবস সাহা বলেন, পৃথিবীতে প্রতিটি ধর্মই শান্তির কথা বলে। ধর্ম হত্যার পক্ষে নয়, উপাসনালয়ে আঘাতের পক্ষে নয়। ভারতে মুসলিমদের ওপর আক্রমণের নিন্দা জানাই।

মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠানে যেন কোনো সাম্প্রদায়িক নেতা না থাকে এমন দাবি ওঠে মানববন্ধনে।

মুক্ত ক্যাম্পাস/খোরশেদ/কেপি

পূর্ববর্তী নিবন্ধকালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধববিতে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন