দিল্লিতে মুসলিম হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

মাহমুদুল হাসান ইমন, জবি প্রতিনিধি:
রবিবার, ০১ মার্চ ২০২০ | ৩:৩৫ অপরাহ্ণ | 102 বার পঠিত

ভারতের দিল্লীতে মুসলমানদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও সমাবেশে মুজিববর্ষে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার বিরোধিতা করেছেন তারা।

আজ রবিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শান্ত চত্বরে এসে মিছিলটি শেষ হলে এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা। বক্তব্যে দিল্লীতে মুসলমানদের উপর হামলার কঠোর সমালোচনা করা হয়। এসময় মুজিববর্ষে বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের তীব্র প্রতিবাদ জানায় তারা।

মিছিল শেষে সমাবেশের বক্তৃতায় পদার্থবিজ্ঞান বিভাগের সোহান বলেন, “ভারতে এরকম একটা সাম্প্রদায়িক হামলার পরেও অসাম্প্রদায়িকতার বাংলাদেশে শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকীতে যদি মোদিকে আনা হয় তাহলে ছাত্র সমাজ অবশ্যই কথা বলবে।”

উল্লেখ্য, বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল বিভাগের শিক্ষার্থীরা।

মুক্ত ক্যাম্পাস/ইমন/এমআর

পূর্ববর্তী নিবন্ধভারতের সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ইবি ছাত্র ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধজবির প্রক্টরিয়াল বডিতে নতুন তিন মুখ