দিনাজপুরে শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের ফাঁসির রায়

জেলা প্রতিনিধি
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ৮:১১ অপরাহ্ণ

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪ বছরের শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় ২ ভাইসহ ৫ জনকে ফাঁসির রায় দিয়েছে আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এই রায় দেন। ১০ লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় শিশুটিকে হত্যা করা হয়।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— উপজেলার কাদিমনগর এলাকার এহিয়ার ছেলে জিল্লুর রহমান ও জুয়েল ইসলাম, একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কামাল উদ্দিন এবং কামাল উদ্দিনের ছেলে মামুন রশিদ ওরফে মামুন ও ওয়াজেদ আলীর ছেলে ফেরদৌস আলী।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় বাকি ৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১১ নভেম্বর আসামিরা ৪ বছরের শিশু পর্শ সাহাকে ফুঁসলিয়ে অপহরণ করে। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে স্থানীয়রা অপহরণের বিষয়টি শিশুর পিতাকে অবহিত করে। এই ঘটনায় পর্শ সাহার পিতা ৮ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় অভিযোগ দেন। পরদিন পুলিশ আসামি জিল্লুর রহমানকে আটক করলে তার স্বীকারোক্তি অনুযায়ী কবরস্থানে শিশুটির এক চোখ উপড়ানো লাশ উদ্ধার করে পুলিশ।

মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মেহবুব হাসান চৌধুরী ও বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধনোবিপ্রবিসাসের কার্যালয় উদ্বোধন
পরবর্তী নিবন্ধজবিতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত