দাখিল-আলিম পরীক্ষা ২০২৩ সকল বিষয়ে

এমসি রিপোর্ট
মঙ্গলবার, ৩১ মে ২০২২ | ১২:২৬ পূর্বাহ্ণ
দাখিল পরীক্ষা শুরু ১৪ নভেম্বর, রুটিন প্রকাশ
ফাইল ছবি

আগামী বছরের অর্থাৎ দাখিল-আলিম পরীক্ষা ২০২৩ সকল বিষয়ে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২২ খ্রিষ্টাব্দের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে এ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে বিষয়টি সব প্রতিষ্ঠান প্রধানকে জানানো হয়েছে। সোমবার (৩০ মে) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে চিঠিটি প্রকাশ করা হয়।

দাখিল-আলিম পরীক্ষা ২০২৩ সকল বিষয়ে

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, দাখিল পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আলিম পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Dakhil Alim exam 2022 every Subject

২০২৩ খ্রিষ্টাব্দের আলিম ও দাখিল পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধ৪০তম বিসিএস নন–ক্যাডার পদে আবেদন শুরু
পরবর্তী নিবন্ধগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২ শুরু ৩০ জুলাই, ফি ১৫০০