দশ বছর পর ফাইনালে জাবি ছাত্রী হ্যান্ডবল দল

জাবি প্রতিনিধি:
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ | ৯:৩৭ পূর্বাহ্ণ | 306 বার পঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রী হ্যান্ডবল দল ৯-৭ গোলে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল (বিইউপি)কে পরাজিত করেছে।সেমিফাইনালে জয়ী হয়ে ১০ বছর পর আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগীতার ফাইনাল ম্যাচে জায়গা করে নেয় জাবি।

বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৯ এর সেমিফাইনাল ম্যাচ। সেমিফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রী হ্যান্ডবল দলের বিপরীতে ছিল বাংলাদেশে ইউনিভার্সিটি অফ প্রফেশনাল (বিইউপি) ছাত্রী হ্যান্ডবল দল।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ফাইনালে মুখোখি হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এর আগে ২৮ অক্টোবর জাবি ছাত্রী হ্যান্ডবল দল ৭-১ গোলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কে এবং ২৭ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ৬-০ গোলে পরাজিত করে।

মুক্ত ক্যাম্পাস/নাহরাইন/জেডআর

পূর্ববর্তী নিবন্ধযবিপ্রবির সঙ্গে বিএফআরআই-এর সমঝোতা স্মারক সই
পরবর্তী নিবন্ধপাকিস্তানে ট্রেনে আগুন, নিহত ৭০