দক্ষ মানব সম্পদ তৈরি করতে ঢাবির ‘কর্মসূচি’

এমসি রিপোর্ট
শনিবার, ১০ এপ্রিল ২০২১ | ১২:০৫ পূর্বাহ্ণ
ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার

ভাষা দক্ষতা অর্জন ও নিয়োগযোগ্য করে গড়ে তোলার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে গ্র্যাজুয়েটদের জন্য ‘গ্র্যাজুয়েট প্রমোশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট’ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।বৃহস্পতিবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডিনস্ কমিটির সুপারিশ এবং একাডেমিক পরিষদের অনুমোদনের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শুক্রবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তীব্র প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং এসডিজি’র লক্ষ্য অর্জনে অবদান রাখতে সক্ষম যথোপযুক্ত দক্ষ মানব সম্পদ তৈরির করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচির আওতায় দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, বিভাগ, শিল্প প্রতিষ্ঠানের সাথে আন্তঃসম্পর্ক ও আন্তঃসহযোগিতার জন্য সমঝোতা চুক্তি বা বিনিময় চুক্তি সম্পাদন করবে। এছাড়া শিক্ষার্থীদের বাংলা, ইংরেজিসহ অন্য যে কোনো একটি আন্তর্জাতিক ভাষা শেখার জন্য উদ্যোগ নেয়া হবে।

জাতীয়,আন্তর্জাতিক ও বহুজাতিক সরকারি, বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েটদের নিয়োগযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রায়োগিক জ্ঞান শেখানোর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ নিজ নিজ অনুষদভুক্ত বিভাগের চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের পরিচালকরা সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে এ বিষয়ে মৌলিক নীতিমালা প্রণয়ন করবেন। যেখানে শিক্ষার্থীদের মৌলিক ও ব্যবহারিক বিষয় যেমন- চালচলন, সৌজন্যবোধ, কর্পোরেট শিষ্টাচার, উপস্থাপনা, প্রযুক্তির ব্যবহার, ভাষার দক্ষতা প্রভৃতি অন্তভুক্ত থাকবে।

নীতিমালার আলোকে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিন্স ফিলিপের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের চুক্তিতে ফেরা জলবায়ু কূটনীতিতে গতি আনবে : প্রধানমন্ত্রী