তবে কী মাস্ক পরে খেলবে টাইগাররা?

শাহরিয়ার ইসলাম, ঢাবি
শনিবার, ০২ নভেম্বর ২০১৯ | ১২:৪৮ পূর্বাহ্ণ | 142 বার পঠিত

ভারতের বিপক্ষে প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সেখানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল। ৩রা নভেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টি- টোয়েন্টি খেলতে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে নামবে দুই দল।

কিন্তু দিল্লিতে বায়ু দূষণের কারণে সেখানে খেলা হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। প্র্যাকটিসের সময় মুখে মাস্ক পড়ে প্র্যাকটিস করতে দেখা গেছে লিটন দাস এবং মুশফিকুর রহিমকে।

যেখানে বায়ু দূষণের মাত্রা থাকা উচিত পঞ্চাশ সেখানে দিল্লিতে বায়ু দূষণের মাত্রা ছাড়িয়েছে চারশোরও উপরে।
ভারতীয় জাতীয় দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীর এবং ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রি দিল্লিতে খেলা আয়োজন না করার জন্য আহ্বান জানিয়েছেন।
গৌতম গম্ভীর জানিয়েছেন দিল্লির বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সেখানে কোনো প্রকারের খেলা আয়োজন করা ঠিক হবে না।

এর আগেও দিল্লিতে ২০১৭ সালে ভারত – শ্রীলঙ্কা টেস্টে মুখে মাস্ক পড়ে খেলতে নেমেছিলেন খেলোয়াড়রা।
ইতোমধ্যেই পরিবেশবাদীরা দিল্লিতে খেলা না আয়োজন করার জন্য বিসিসিআইকে চিঠি দিয়েছে।
কিন্তু এসব কথাকে তোয়াক্কা না করে বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলি দিল্লিতেই খেলা আয়োজিত হবে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ৩ রা নভেম্বর বাংলাদেশ সময় রাত ৮ টায় খেলা অনুষ্ঠিত হবে।

লেখক: শাহরিয়ার ইসলাম
গণযোগাযোগ ও সাংবাদিকতা
ঢাকা বিশ্ববিদ্যালয।

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগ কর্মীর বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ ইবি ছাত্রনেতাদের
পরবর্তী নিবন্ধসারাদেশে জেএসসি-জেডিসি পরীক্ষা চলছে