ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ | ১২:১৮ পূর্বাহ্ণ | 125 বার পঠিত
অধিভুক্ত সাত কলেজ: ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বাণিজ্য ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উক্ত ভর্তি পরীক্ষা মোট ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো :– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং নীলক্ষেত হাই স্কুল। বাণিজ্য ইউনিটে ৫,২১০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২১,৮৮৫জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। বিস্তারিত তথ্য http://www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

মুক্ত ক্যাম্পাস/শোয়াইব/জেডআর

পূর্ববর্তী নিবন্ধডুয়েটে শুরু হলো আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৯
পরবর্তী নিবন্ধতিন দফা মেনে নিলেই ক্লাস-পরীক্ষায় ফিরবেন বুয়েট শিক্ষার্থীরা