ঢাবিতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের দুই জামাত

এমসি রিপোর্ট
মঙ্গলবার, ১১ মে ২০২১ | ৯:৩৫ অপরাহ্ণ
ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার

দেশজুড়ে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল জামে মসজিদেও সকাল সাড়ে ৮টায় ঈদ-উল-ফিতরের অপর একটি জামাত অনুষ্ঠিত হবে।

চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের এই জামাত অনুষ্ঠিত হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবুয়েটের ভর্তি পরীক্ষা এক মাস পেছালো
পরবর্তী নিবন্ধলকডাউন বাড়তে পারে আরও এক সপ্তাহ