ঢাকা-রংপুর মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ; নিহত ১

জেলা প্রতিনিধি
রবিবার, ১০ নভেম্বর ২০১৯ | ৫:৫৩ অপরাহ্ণ | 207 বার পঠিত
সিরাজগঞ্জে অটোরিকশা খাদে পড়ে স্কুলছাত্রী নিহত

ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রংপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহি গাড়ি দ্রুতবেগে যাবার সময় বিপরীত দিক থেকে আসা অপূর্ব পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২৮ জন যাত্রী আহত হয়।

ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রত ঘটনা স্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক বাস যাত্রী মারা যায়। অপরদিকে আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, বাস দুটিকেই আটক করা হয়েছে। তবে ড্রাইভার হেলপারদের কাউকেই আটক করা সম্ভব হয়নি।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে বিডিইউ উপাচার্যের মতবিনিময়
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ছাত্রপরিষদ যবিপ্রবি শাখার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু