ঢাকায় আসছেন ফুটবল কিংবদন্তি পেলে

স্পোর্টস ডেস্ক
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | ৭:৫১ অপরাহ্ণ | 149 বার পঠিত

ফুটবল কিংবদন্তি পেলেকে স্বচক্ষে দেখার দারুণ সুযোগ অপেক্ষা করছে এদেশের ভক্তদের সামনে। প্রীতি ম্যাচ দেখতে আগামী মাসে আসছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে।

‘চলো খেলি’ নামে একটি ক্রীড়া প্রতিষ্ঠান পেলেকে নিয়ে আসছে ঢাকায়। অক্টোবরে স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দেবে প্রতিষ্ঠানটি। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে ‍উপস্থিত থাকবেন পেলে।

‘চলো খেলি’র ফাউন্ডার ট্রাস্টি মাজেদুল ইসলাম সংবাদ মাধ্যমকে পেলের ঢাকায় আসার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘পেলে বাংলাদেশ আসতে রাজি হয়েছেন। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা ভারতের মাঠে খেলেছেন, আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছেন। তাদের সম্মাননা জানাতে পেলেকে নিয়ে আসছি আমরা। আমাদের দেশের কিংবদন্তিদের সম্মান জানাবেন আরেক কিংবদন্তি।’

চল খেলি ট্রাস্টের মুখপাত্র আশরাফুল ইসলাম সজীব জানান, বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আপামর বাঙালির সঙ্গে ফুটবলাররাও অংশ নেন। বিভিন্ন দেশে প্রীতি ফুটবল ম্যাচ খেলে মুক্তিযুদ্ধের জন্য ফান্ড সংগ্রহ করেন।

তিনি বলেন, কিছুদিন পরেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। এর আগেই বাংলাদেশের ফুটবলকে জাগিয়ে তুলতে চাই আমরা। এ দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধা ফুটবলারদের জানাতে চাই সর্বোচ্চ সম্মান। এ জন্য চল খেলির পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ফুটবলকে জাগিয়ে তুলতে ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলেকে বাংলাদেশে আনছি আমরা। এর মাধ্যমে দেশজুড়ে ফুটবলের জাগরণ সৃষ্টি হবে বলে আমাদের আশা।’

মুক্ত ক্যাম্পাস/রানা

পূর্ববর্তী নিবন্ধফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের গবেষণাপত্র ভারতের আন্তর্জাতিক কনফারেন্সে গৃহীত
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ইবিতে মিলাদ মাহফিল