ড. কালাম স্মৃতি পদক পাচ্ছেন শেখ হাসিনা

মুক্ত ক্যাম্পাস ডেস্ক
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ১২:৩২ অপরাহ্ণ | 116 বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯’ পদকের জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখায় পদকের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনোনীত করা হয়েছে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পদকটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রেস উইং সূত্র।

আয়োজক কমিটি বলছে, আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ স্বীকৃতি দিতে চায় ভারত।

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ‘ড. কালাম ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’ পদক চালু করা হয়।

পদকটি সেসব রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান বা নেতাদের দেয়া হয়, যারা তাদের নিজস্ব ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছেন এবং তাদের নিজ দেশের জন্য সেরাটা অর্জনে দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন।

মুক্ত ক্যাম্পাস/রানা

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা-মোদি বৈঠক ৫ অক্টোবর দিল্লিতে
পরবর্তী নিবন্ধআমন ধান ক্ষেতে দিনমজুর কৃষকদের ব্যস্ত সময়…