‘দাগ সাহিত্য পুরস্কার ২০১৮’ পেলেন ডুয়েট অধ্যাপক আসাদুজ্জামান চৌধুরী

ডুয়েট প্রতিনিধি:
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ | ১০:৩৮ অপরাহ্ণ | 811 বার পঠিত
'দাগ সাহিত্য পুরস্কার ২০১৮' পেলেন ডুয়েট অধ্যাপক আসাদুজ্জামান চৌধুরী

রবীন্দ্র জার্নাল আয়োজিত দাগ সাহিত্য পুরস্কার-২০১৮ এ ভূষিত হলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী। জাতীয় জাগরণের স্বীকৃতি স্বরুপ ‘দাগ সাহিত্য পুরস্কার’ প্রদান করা হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বরেণ্য ও গুণী শিল্পীদের থেকে তৃতীয়বারের মতো এই পুরস্কার গ্রহণ করেন ডুয়েট অধ্যাপক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী।

অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী ডুয়েটের যন্ত্রপ্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে কর্মরত আছেন।

একজন ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং এর শিক্ষক হয়েও সাহিত্যের ভুবনে সাবলীল বিচরণ তার অসাধারণ জ্ঞান ও যোগ্যতার নিদর্শন। তিনি বিজ্ঞানের সাথে সাহিত্যের যোগসূত্রে বিশ্বাস করেন ও পেশাগত জীবনকে ন্যায়, নীতি ও দেশপ্রেমের সাথে একীভূত করার দর্শন ছাত্রদের শিক্ষা দেন।

আরও যারা এ বছর দাগ সাহিত্য পুরস্কার-২০১৮ পেলেন তাঁরা হলেন: কথাসাহিত্যে- আনিসুল হক, কবিতায়- আমিনুল ইসলাম, শ্রেষ্ঠ আত্মজীবনীতে- ‘বেদনা আমার জন্ম সহোদর’ গ্রন্থের জন্য ইজাজ আহ্মেদ মিলন, প্রবন্ধে- ড. মোহাম্মদ আসাদুজ্জমান চৌধুরী, মানবতার কল্যাণে বিশেষ অবদানের জন্য (সমাজ সেবা)- কামরুল হাসান কাজল, ছোটগল্পে- নূর কামরুন নাহার এবং তরুণ কবিতায়- তুষার কবির।

মুক্ত ক্যাম্পাস/সাব্বির/জেডআর

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের সভাপতি নাঈমুল সম্পাদক মোজাম্মেল
পরবর্তী নিবন্ধ৪৫ বছরেও মেলেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি