ডুয়েটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

ডুয়েট প্রতিনিধি:
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০ | ১১:৫৮ অপরাহ্ণ | 140 বার পঠিত
বর্ণিল আয়োজনে ডুয়েটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম সংলগ্ন মাঠে বঙ্গবন্ধুর জীবন আলেখ্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বীর মুক্তিযুদ্ধা প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী , শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবুল কাশেম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিজয় পরিপূর্ণতা পায়।কিন্তু ১৯৭৫ সালে একাত্তরের ঘাতক দল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সেই বিজয় কে ম্লান করে দেয়।তৎপরবর্তী ২৫ বছর বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ প্রায় নিষিদ্ধ ছিল।এখন সেই অন্ধকার সময়ের ইতি ঘটেছে, সাধারণ মানুষ এখন বঙ্গবন্ধুকে পাঠ করছে।মুজিব বর্ষে নতুন উদ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করতে পারছি সে জন্য আল্লাহ তায়ালার কাছে হাজার শুকরিয়া জ্ঞাপন করছি।’

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ডুয়েটে আরো কর্মসূচি পালন করা হয়।তন্মধ্যে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ ছাত্রলীগ, ডুয়েট শাখার শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা,বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের ‘কাউন্টডাউন’ (ক্ষণগণনা) ঘড়ি স্থাপন অন্যতম।

প্রসঙ্গত, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৯ মাস পাকিস্তানে কারাবাস থেকে মুক্ত হয়ে এই দিনে দেশে ফিরে আসেন তিনি। দিনটিকে উপলক্ষ করে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন করা হলো।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৫ টায় কেন্দ্রীয়ভাবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতির পিতার জন্মশতবার্ষিকীর লোগো উন্মোচন, ঘড়ি চালুর মধ্যদিয়ে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী।

এ সময় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে জাতি হিসেবে বাঙালি আত্মপরিচয় পেতো না।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল বাঙালি এবং সবাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/সাব্বির/জেডআর

পূর্ববর্তী নিবন্ধইবিতে উদযাপিত হলো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
পরবর্তী নিবন্ধসমালোচনার মুখে হার্শেল গিবস