ডুয়েটে শুরু হলো আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৯

ডুয়েট প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯ | ১১:০৮ অপরাহ্ণ | 223 বার পঠিত
ডুয়েটে শুরু হলো আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৯

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৯। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডুয়েটে খেলার মাঠে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দীন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘পৃথিবীতে বিখ্যাত হওয়ার অন্যতম মাধ্যম খেলাধুলা। এর মাধ্যমে খুব সহজেই বিশ্বের দরবারে নিজেদের পরিচিত করে তোলা যায়। বর্তমান সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপের কারণে আমরাও খেলাধূলায় অনেক এগিয়ে যাচ্ছি।’ তিনি ছাত্রছাত্রীদের নতুন নতুন খেলাধুলার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এছাড়া তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বেশি বেশি খেলাধূলায় অংশগ্রহণের মাধ্যমে শরীর-মন সুস্থ রাখার প্রয়োজনীয়তার কথা বলেন।

উক্ত প্রতিযোগিতায় ক ও খ দুটি গ্রুপে মোট আটটি টিম প্রতিদ্বন্দ্বিতা করবে। “ক” গ্রুপে আছে টিম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টিম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টিম কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং ও টিম ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। “খ” গ্রুপে আছে টিম ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টিম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টিম আর্কিটেকচার ও টিম সিভিল ইঞ্জিনিয়ারিং।

এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর। ডুয়েটে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আছে টিম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।

আজকের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে টিম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও টিম কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং। টানটান উত্তেজনার এই ম্যাচে টিম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৩-০ ব্যাবধানে জয়লাভ করে।

মুক্ত ক্যাম্পাস/সাব্বির/জেডআর

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে বাসচাপায় নিহত ৩
পরবর্তী নিবন্ধঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুক্রবার