ডিজিটাল নিরাপত্তা মামলায় ইবি ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার

ইবি প্রতিনিধি:
শুক্রবার, ০৮ নভেম্বর ২০১৯ | ৮:১০ অপরাহ্ণ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) কুষ্টিয়া সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিফ।

মামলার বাদী শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম গত ২ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে ইবি থানায় এ মামলা দায়ের করেন।

সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব (১নং আসামী) এবং সাবেক উপ পরিবেশ বিষয়ক সম্পাদক যুবায়ের আহমেদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলে জানান ইবি থানার ওসি।

এছাড়াও ৮ নভেম্বর বিকেলে ০০৯১১১৪১৩২৩০৩৭ নাম্বার থেকে ফোনের মাধ্যমে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব’কে হত্যা ও গুমের হুমকি এবং একই সাথে তার ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি। আর এই মর্মে কুষ্টিয়া মডেল থানায় নিরাপত্তাহীনতার কারণ দর্শিয়ে একটি সাধারণ ডাইরি করেছেন রাকিব।

মুক্ত ক্যাম্পাস/শাহীন/রানা

পূর্ববর্তী নিবন্ধকোথায় আছে ‌’বুলবুল’, দেখুন সরাসরি
পরবর্তী নিবন্ধকুবির ‘এ’ ও ‘বি’ ইউনিটে যথাক্রমে ৬৫ ও ৭২ শতাংশ উপস্থিতি