ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় নুরের দুঃখ প্রকাশ

এমসি রিপোর্ট
বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | ৭:১৭ অপরাহ্ণ
নূরসহ সহযোগীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্মারকলিপি
ফাইল ছবি

ফেসবুক লাইভে এসে মামলার বাদীকে ‘খারাপ মেয়ে’ বলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে এ মামলাটি করা হয়। মামলাটি করেন ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে করা মামলার বাদী।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় নুরুল হক ‍নুরের বিরুদ্ধে একটি পিটিশন মামলা করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন, এখনো আদেশ দেননি।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১২ অক্টোবর নুর তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি মামলার বাদীকে ‌‘দুশ্চরিত্রাহীন’ বলেন। ভিডিওতে তিনি আরও বলেন, ‘ছি! আমরা ধিক্কার জানাই এত নাটক যে করছে সে দুশ্চরিত্রাহীন। ধর্ষণের নাটক করছে সেচ্ছায় একটি ছেলের সাথে বিছানায় গিয়ে’। এই মন্তব্য বাদীর জন্য অপমানজনক ও মানহানিকর।

এর আগে ধর্ষণে সহযোগিতার অভিযোগ এবং সাইবার বুলিংয়ের অভিযোগের নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের ওই ছাত্রী। এ নিয়ে ঢাবির ওই ছাত্রীর তিন মামলার আসামি নুর।

এদিকে, নূর বলেন, ‘ধর্ষণ মামলায় ওই ছাত্রী আমাকে একেবারেই ভিত্তিহীনভাবে জড়িয়েছেন। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা।’

তিনি বলেন, ‘সম্প্রতি আমার সংগঠনের পাঁচ জনকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ, কিন্তু স্বীকার করেনি। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছি, কিন্তু ওই ছাত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে চাইনি।’

কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ, অত্যন্ত অশোভন ভাষায় তার চরিত্রহনন করেছেন।

‘আমি বলতে চেয়েছি তিনি “দুশ্চরিত্রাহীন”, তিনি “দুশ্চরিত্র” নয়’, বলেন নূর।

নুর বলেন, ‘তিনি (ছাত্রী) প্রকৃতপক্ষে ধর্ষণের শিকার হয়ে থাকলে, তার বিচার চাইতে পারেন। এর বিচার আমরাও চাই। আমরা তার পাশে আছি।’

‘আমার কথায় তিনি যদি দুঃখ পেয়ে থাকেন, তাহলে আমিও তার কাছে দুঃখপ্রকাশ করছি’, বলেন নুর।

‘তবে ধর্ষণের সহযোগী, অপহরণকারী উল্লেখ করে তিনি আমাদের বিরুদ্ধে একেরপর এক মামলা করে যাচ্ছেন, এতে আমরাও তো সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি, তিনি নিজেই তো আমাদের ‘দুশ্চরিত্র’ হিসেবে উপস্থাপন করছেন। এগুলো কি অপরাধ নয়?’, বলেন নুর।

পূর্ববর্তী নিবন্ধজিডিপি প্রবৃদ্ধির শীর্ষ তিনে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধঅতিরিক্ত পরীক্ষা নির্ভরতা থাকবে না: শিক্ষামন্ত্রী