সন্ধ্যার পর ওষুধের দোকান ছাড়া সব বন্ধ: ডিএমপি

অনলাইন ডেস্ক
সোমবার, ০৬ এপ্রিল ২০২০ | ১০:১২ অপরাহ্ণ
সন্ধ্যার পর ওষুধের দোকান ছাড়া সব বন্ধ: ডিএমপি

নভেল করোনাভাইরাসের কারণে রাজধানী ঢাকায় সন্ধ্যা ৭টার পর ওষুধের দোকান ছাড়া সবধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৬ এপ্রিল) বিকেলে ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) মাসুদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ থেকে ঢাকার সুপারশপ ও স্বীকৃত কাঁচাবাজারগুলো ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখা যাবে। পাড়ামহল্লার মুদি দোকানগুলো খোলা থাকবে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত। চালু থাকবে শুধুমাত্র ওষুধের দোকান।

সন্ধ্যার পর ওষুধের দোকান ছাড়া সব বন্ধ: ডিএমপি

জানা গেছে, পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা ইতিমধ্যে এই নির্দেশনা সম্পর্কে সুপারশপগুলোকে জানিয়ে দিয়েছেন। সরকার ঘোষিত সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশ কাজ করছে। এরই অংশ হিসেবে বন্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হলো।

মুক্ত ক্যাম্পাস/এমকে

পূর্ববর্তী নিবন্ধএই মুহুর্তে ঘরে নামাজ পড়া শরীয়তের দৃষ্টিতে সঠিক: শফী
পরবর্তী নিবন্ধমসজিদে মসজিদে মাইকিং, ‘ঘরে নামাজ পড়ুন’