ডিএনসিসির চিরুনি অভিযানে ১৩০ স্থাপনায় এডিসের লার্ভা

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ | ১০:৪২ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১৯৮ রোগী হাসপাতালে

নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ষষ্ঠ দিনে আজ বৃহস্পতিবার মোট ১২ হাজার ৭৭৪টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে ১৩০টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

এছাড়া ৯ হাজার ১৮০টি বাড়ি/স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২টি মামলায় মোট ২ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য বাড়ি ও স্থাপনার মালিককে সতর্ক করা হয়।

গত ৬ জুন থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫৪টি ওয়ার্ডে মোট ৮০ হাজার ৩৬৬টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৯৮৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং ৫৫ হাজার ৯৮১টি বাড়ি/স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এছাড়া এ ৬ দিনে মোট ৭ লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মুক্ত ক্যাম্পাস/রানা

পূর্ববর্তী নিবন্ধনাসিমের অবস্থার আরও অবনতি
পরবর্তী নিবন্ধউদ্ধোধনের অপেক্ষায় ভোলার ২৫০ শয্যা হাসপাতালের পিসিআর ল্যাব