ডিআইজি মিজানের দেশত্যাগে বাড়তি সতর্কতা বেনাপোলে

বেনাপোল প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ | ৬:১০ অপরাহ্ণ | 294 বার পঠিত

পুলিশের বিতর্কিত ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) মিজানুর রহমান ও তার পরিবারের তিন সদস্য বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ব্যবহার করে যাতে ‘দেশ ত্যাগ করতে না পারেন’ সেজন্য বেনাপোল চেকপোস্টে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে ।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশনের ওসি আবুল বাশার বলেন, ডিআইজি মিজান ও তার স্ত্রী, ভাই ও ভাগ্নেসহ চার জনের বিরুদ্ধে ৩কোটি ৭লাখ টাকার সম্পদ গোপন ও ৩ কোটি ২৮লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগে সোমবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হওয়ায় পুলিশ হেডকোর্য়াটার থেকে জেলা পুলিশ সুপারের মাধ্যমে আমাদের কাছে তাদের পাসপোর্ট নাম্বার দেওয়া হয়েছে ।

আবুল বাশার বলেন, ডিআইজি মিজান যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য চেকপোস্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। প্রতিটি ডেক্সকে বিষয়টি বিশেষ নজরদারিতে রাখতে বলা হয়েছে। আমরা নিশ্চিত করেছি ‘যাতে তারা এই ইমিগ্রেশন ব্যবহার করে কোনো মতেই ভারতে গমন করতে না পারেন ।’

মুক্ত ক্যাম্পাস/শেখ নাছির/রানা

পূর্ববর্তী নিবন্ধবেনাপোলে চোরাচালানী সিন্ডিকেট প্রধান জাহিদ আটক, ৬ নারী-পুরুষ উদ্ধার  
পরবর্তী নিবন্ধশাবির ১৩৯ কোটি টাকার বাজেট