জাতীয় অধ্যাপক জামিলুর চৌধুরীর মৃত্যুতে ডিআইইউ কর্তৃপক্ষের শোক

মোঃ কামরুজ্জামান, ডিআইইউ প্রতিনিধিঃ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ | ১০:৩১ অপরাহ্ণ | 137 বার পঠিত
জাতীয় অধ্যাপক জামিলুর চৌধুরীর মৃত্যুতে ডিআইইউ কর্তৃপক্ষের শোক

জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর রাতে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কে এম মোহসিন ও অতিরিক্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক শাহ আলম চৌধুরী -এর পক্ষে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর এক বিবৃতিতে এ শোক জানান।

বিবৃতিতে বলা হয়, তার মৃত্যুতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কে এম মোহসিন, অতিরিক্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক শাহ আলম চৌধুরী হিমু সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার শাহ আলম চৌধুরী জানান, তার মৃত্যুতে জাতির অপূরনীয় ক্ষতি হয়েছে। বাঙালি জাতি তার অবদানের কথা চিরদিন মনে রাখবে।

সেন্টার ফর এক্সিলেন্স এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট পরিচালক সহকারী অধ্যাপক আনিসুর রহমান জানান, একজন জামিলুর রেজা চৌধুরীর প্রস্থানের এই অপূরণীয় ক্ষতি দেশকে আরও সংকটের মুখে নিয়ে যাচ্ছে। আমরা ডিআইউ পরিবার তার আত্নার মাগফেরাত কামনা করছি।

উল্লেখ্য, অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন এবং ব্রাক ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ছিলেন। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছিল।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/কামরুজ্জামান/এমআর

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আজ নতুন ৩ জনের করোনা শনাক্ত
পরবর্তী নিবন্ধদিল্লিতে দোকান-পাট আংশিক চালু হচ্ছে