ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০ | ৪:১৬ অপরাহ্ণ | 112 বার পঠিত

মোবাইলে অনলাইনে গেম খেলতে গিয়ে এতটাই মগ্ন ছিলেন যে খেয়ালই হয়নি কখন ছুটে এসেছে দ্রুতগামী ট্রেন। চালক বারবার হর্ন বাজালেও কানে হেডফোন থাকায় শুনেন তারা, যার পরিণতি মর্মান্তিক ভাবে প্রাণ গেল দুই যুবকের।

বুধবার পূর্ব মেদিনীপুরের রামনগর থানার দিঘা-তমলুক রেল লাইনের ওপর এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় দিঘা তমলুক রেল লাইনের বিরামপুরের কাছে ট্রেন লাইনের ওপর বসে মোবাইলে গেম খেলায় মেতে উঠেছিল বিরামপুরের বাসিন্দা অপূর্ব দাস ও ফতেপুরের সুব্রত পাত্র। দু’জনের কানেই ছিল হেডফোন। তাদের বয়স ১৮ এবং ২০ বছর। ঠিক সেই সময় দিঘা থেকে হাওড়ার উদ্দেশ্যে ছুটে আসছিল কান্ডারী এক্সপ্রেস ট্রেন। আচমকাই রেল ট্রাকের ওপর দুই যুবককে দেখতে পেয়ে চালক বারেবারে হর্ন বাজাতে থাকে। তারপরে সজোরে ব্রেক কষে। কিন্তু ততক্ষণে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েছে তারা। ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় তাঁরা।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধকামারখন্দের বারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধখুবিতে টানা দ্বিতীয় দিনের মত চলছে শিক্ষার্থীদের ধর্মঘট