ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ায় মার্কিন কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১:৩৮ অপরাহ্ণ

অভিশংসনের শুনানিতে সাক্ষ্য দেয়ায় দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তারা হলেন, ইউরোপীয় ইউনিয়নে মার্কিন রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ইউক্রেন বিশেষজ্ঞ আলেকজান্ডার ভিন্ডম্যান। শনিবার এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ।

গত বুধবার সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি অভিযোগে অভিশংসনের প্রস্তাব খারিজ করে দেয়া হয়। অভিশংসন থেকে মুক্তি পেয়ে এ সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে নভেম্বরে কংগ্রেসে সাক্ষ্য দেয়ার সময় ট্রাম্প জানান গর্ডন সন্ডল্যান্ড তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধব্রাক্ষবাড়িয়ায় ৪’শ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধঅর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ভাষা সৈনিক মালেক