ঈদের ছুটিতে বন্ধ থাকবে টিকাদান

অনলাইন ডেস্ক
সোমবার, ১৯ জুলাই ২০২১ | ৮:০২ অপরাহ্ণ
৭৬ হাজার শিক্ষার্থী পেলেন প্রথম ডোজ টিকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির মধ্যে করোনারোধী টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার (১৯ জুলাই) সরকারি এই সংস্থাটির এমআইএসের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন

তিনি বলেন, ‘আসন্ন কুরবানি ঈদের সরকারি ছুটির দিনগুলোতে গণটিকাদান কার্যক্রম বন্ধ রাখা হবে। ঈদ উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে শুক্রবার যুক্ত হয়ে চার দিনের ছুটিতে টিকা দেয়া বন্ধ থাবে। এমনিতেও স্বাভাবিকভাবে শুক্রবার টিকা দেয়া বন্ধ থাকে। তাই শনিবার থেকে স্বাভাবিকভাবে আগের নিয়মে টিকাদান কর্মসূচি চলবে।’

এ দিকে কুরবানি ঈদ উপলক্ষে তিন দিনের বেশি ছুটির অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া করোনা সংক্রমণের বিস্তাররোধে ঈদের এক দিন পর আবার কঠোর লকডাউনে যাচ্ছে দেশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া এবার ঈদে বাড়ি না যাওয়ার কথাও বলা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন বলেন, আগের ঈদের মতো এই ঈদের টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেয়া হয়েছে ছুটির দিনের মতো আগামী ঈদেও বন্ধ থাকবে টিকাদান কার্যক্রম। আমরাও এটা বন্ধ রাখব

প্রসঙ্গত, ফেব্রুয়ারি থেকে দেশে গণহারে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয়। কিন্তু টিকা স্বল্পতায় মাঝে কিছুদিন সমস্যা হয়। পরে দেশে টিকা আসায় আবার গণটিকা শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় রেকর্ড ২৩১ মৃত্যু, শনাক্ত ১৩,৩২১
পরবর্তী নিবন্ধসবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান ঢাবি উপাচার্যের