রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২০ নভেম্বর ২০১৯ | ৬:০৯ অপরাহ্ণ | 124 বার পঠিত
রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২২ ইউনিট

ঢাকায় টিকাটুলীর রাজধানীর মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক  জানান, খবর পেয়ে প্রথমে তাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সর্বশেষ ২৫ টি ইউনিট কাজ করছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

এছাড়া রাজধানীর বনানী এলাকার ১১ নম্বর রোডের একটি বাড়িতেও আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে সেখানেও কাজ করছে ফায়ার সার্ভিস।

রাজধানীর মার্কেটের বিভিন্ন দোকানের একাধিক কর্মচারী জানিয়েছেন, বিকাল সোয়া পাঁচটার দিকে মার্কেটের উত্তর দিকে দ্বিতীয় তলার একটি খেলনার দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। দ্বিতীয় তলায় কয়েকটি গোডাউন রয়েছে। গলি থাকার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দল মূল আগুনে কাছে যেতে পারছে না। যেখানে আগুন লেগেছে সেখানে পানি দিতে না পারায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, রাজধানী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ৩০ থেকে ৩৫টি দোকান রয়েছে বলে জানা গেছে।

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপুরে জব্দকৃত ৪২ বস্তা পেঁয়াজ নিলামে বিক্রি
পরবর্তী নিবন্ধঅধিভুক্ত সাত কলেজ: ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর