টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

জেলা প্রতিনিধি
রবিবার, ৩১ মে ২০২০ | ৩:১৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ বরাবরের মতো চলতি বছরও এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

কলেজ থেকে ৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই জিপিএ-৫ পেয়েছে। অংশগ্রহণকারীরা সবাই বিজ্ঞান বিভাগের ছাত্র বলে জানা গেছে।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হল- ক্যাডেট রায়হান, আশিক, অঞ্জন, কোয়ারিব, ওমর, জিসান, ফয়সাল, ফারদিন, জাফর, জাবির, অয়ন, সামিউল, আসাদল্লাহ্ধসঢ়; নাফিস, আবিদ, সামি, রুসদি, ওয়াশিক, রেজন, মাহামুদুল্লাহ, সিয়াম, কায়েস, মুবাচ্ছির, রিহাদ, আবির, শুসময়, রোহান, রুবায়েদ, জাহিন, আশরাফ, সানোয়ার, দিদার, রহমান, আমিন, আফনান, ইফতেখার, রাহাত, আবরার, হাসিব, নাহিদ, ইমন, অরজান, মাহাফুজ, তাসিন, মোহতাসিম, নাফিস, তানভির, মোশারাথ, হাসান, ওয়ালি, সাদমান ও মনি।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী জানান- ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

মুক্ত ক্যাম্পাস/এসআর

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড
পরবর্তী নিবন্ধঈদের দিন পিটিয়ে হত্যা, সেই হৃদয় পেয়েছে জিপিএ ৪.১১