টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯ | ৩:৩৩ অপরাহ্ণ | 216 বার পঠিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশকে আজ জিততেই হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নটিংহামের ট্রেন্টব্রিজ ভেন্যুটি চোখ রাঙাচ্ছে টাইগারদের। কেননা, এই ভেন্যুতে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। তবে সেটি ভালো রেকর্ড নয়। দু’টি ম্যাচ খেলেছে দু’টিই হেরেছে বাংলাদেশ। যদিও দু’টিই ছিল ইংল্যান্ডের বিপক্ষে।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে ১৯ লড়াইয়ে ১৮ বারই জিতেছে অজিরা। তবে সেই অস্ট্রেলিয়া আর এই বাংলাদেশের মধ্যে বিরাট পার্থক্য। বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অজিদের বিপক্ষে বাংলাদেশ জয় পেতে পারে বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধারা

বাংলাদেশ সময় ৩টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ম্যাচটি। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের চারটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে পরাজয় বরণ করে অসিরা।

অন্যদিকে পাঁচ ম্যাচের দুটিতে জয় পেয়েছে টাইগাররা। এ ছাড়া বাকি দুই ম্যাচে হার ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার পয়েন্ট ৮, বাংলাদেশের ৫।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসনে।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

পূর্ববর্তী নিবন্ধইউজিসির সাথে কুবির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধরাজীবের দুই ভাইকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ