জেনে নিন অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ এর তথ্যাদি

মুক্ত ক্যাম্পাস ডেস্ক
বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০১৯ | ১০:৩৫ অপরাহ্ণ | 502 বার পঠিত

অর্থনীতি নিয়ে কাজ করছেন কিংবা চাকুরী প্রার্থী যেকারো জন্যই অর্থনৈতিক সমীক্ষা একটি গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার বলে বিবেচিত। দেশের অর্থনীতির হালচালসহ নানা তথ্য পাওয়া যায় এ সমীক্ষায়। এক কথায় বলা যায় গোটা অর্থনীতির একটা সামগ্রিক চিত্র উঠে আসে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে। আসুন জেনে নেই এবারের তথ্যচিত্র:

১. মোট জনসংখ্যা-১৬ কোটি ৩৭ লক্ষ

২. জনসংখ্যা বৃদ্ধির হার -১.৩৭%

৩. জনসংখ্যার ঘনত্ব -১১০৩ জন

৪. নারী-পুরুষের অনুপাত – ১০০ঃ১০০.২

৫. স্থুল জন্মহার -১৮.৫ জন

৬. স্থুল মৃত্যুহার – ৫.১ জন

৭. প্রতিহাজারে শিশু মৃত্যুর হার-২৪ জন

৮. গড় আয়ুষ্কাল -৭২ বছর

৯. সাক্ষরতার হার -৭২.৩%

১০. দারিদ্রের হার – ২১.৮%

১১. চরম দারিদ্র্যের হার-১১.৩%

১২. জিডিপি ‘র প্রবৃদ্ধির হার-৮.১৩%

১৩. মাথাপিছু আয়- ১৯০৯ মার্কিন ডলার

১৪. * শ্রমশক্তিতে নিয়োজিত*
কৃষি কাজে-৪০.৬%, শিল্প খাতে-২০.৪%, সেবাখাতে-৩৯%

১৫. মোট ব্যাংক-৫৯ টি

১৬. রাষ্ট্রীয়াত্ত বাণিজ্যিক ব্যাংক-৬ টি

১৭. বিশেষায়িত ব্যাংক- ৬টি

১৮. বেসরকারি ব্যাংক- ৪১ টি

১৯. বৈদেশিক ব্যাংক -৯ টি

২০. মুদ্রাস্ফীতি – ৫.৪৪%

২১.  বাংলাদেশি পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র

২২. বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে- চীন থেকে।

২৩. বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায়- সৌদি আরব থেকে (রেমিটেন্স প্রাপ্তিতে নবম)

২৪. জিডিপিতে অবদান :
*কৃষি খাতের অবদান – ১৩.৬০%
*শিল্প খাতের অবদান- ৩৫.১৪%
* সেবা খাতে অবদান -৫১.২৬%

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধধর্ষণে অন্ত:সত্ত্বা স্কুলছাত্রী, পলাতক ছাত্রলীগ নেতা!
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে বেড়া নির্মাণে সম্মত সশস্ত্র বাহিনী-সংসদীয় কমিটি