জেএসসি পরীক্ষা শুরু ২ নভেম্বর

মুক্ত ক্যাম্পাস প্রতিবেদন
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ | ১২:২৮ পূর্বাহ্ণ | 488 বার পঠিত
পিইসি-জেএসসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ২ নভেম্বর থেকে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১১ নভেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

JSC routineআর এসএসসি ও সমমানের পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২২ ফেব্রুয়ারি। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

SSC routine

এবারও মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা। অনুমোদিত সূচীতে বোর্ডগুলোকে যে নির্দেশনা দেয়া হয়েছে, তাতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে নির্ধারিত আসনে বসতে হবে।

মুক্ত ক্যাম্পাস/রানা

পূর্ববর্তী নিবন্ধফের বাড়লো সোনার দাম
পরবর্তী নিবন্ধমেধাকে প্রাধান্য দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী