জীবন বাঁচাতে রক্ত দিন, ভালোবাসা থাক অমলিন

তানজিদ শাহ জালাল ইমন, ববি
সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | ১২:৩১ পূর্বাহ্ণ
জীবন বাঁচাতে রক্ত দিন, ভালোবাসা থাক অমলিন

জীবন বাঁচাতে রক্ত দিন, ভালোবাসা থাক অমলিন। “বরিশাল ব্লাড ডোনার ক্লাব, (বিবিডিসি)”, বরিশালের অন্যতম একটি রক্ত দান সংগঠন। বরিশাল ব্যাপী তাদের কার্যক্রম চলমান রয়েছে। বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তরুণদের মধ্যে রক্ত দান সচেতনতা তৈরি করতে তারা বিভিন্ন আয়োজন করে থাকে।

“বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি), বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা”-র উদ্যোগে প্রথম বারের মতো দুইদিন ব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রবিবার (৬ নভেম্বর) ১২ জন স্বেচ্ছাসেবক এর উপস্থিতিতে অর্ধশতাধিক সেবাগ্রহীতার সেবা দেওয়া ও স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং নামমাত্র মূল্যে হিমোগ্লোবিন পরিমাণ নির্ণয় কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

জীবন বাঁচাতে রক্ত দিন, ভালোবাসা থাক অমলিন

এছাড়া ক্যাম্পেইন চলাকালীন সময়ে রক্তদান, রক্তরোগ, থ্যালাসেমিয়া, এন্টিবায়োটিক এবং গর্ভবতী মায়েদের জন্য আগে থেকে রক্তদাতা প্রস্তুত রাখা সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌছে দেওয়ার পাশাপাশি স্বেচ্ছাসেবক নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

উক্ত ক্যাম্পেইনের বাকি কার্যক্রম এবং স্বেচ্ছাসেবী নিবন্ধন প্রক্রিয়া আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু
পরবর্তী নিবন্ধকুবির নতুন ক্যাম্পাসের ৭ কোটি টাকার জমিতে ইলিয়াসের দখলদারিত্ব