প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি পাবে জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি:
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ | ১২:৪৭ পূর্বাহ্ণ | 368 বার পঠিত
জাবির হল খুলছে কাল, শিক্ষা কার্যক্রম চালু ৮ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা পেতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের অনুমোদনক্রমে আইসিটি সেল (ICT Cell) বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান), স্নাতকোত্তর, এমফিল, পিওএইচডি এবং উইকেন্ড কোর্স অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদানের সকল কার্যক্রম সম্পন্ন করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।

উচ্চশিক্ষার জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, স্কলারশিপ, গবেষণা, গবেষণাপত্র প্রকাশ এবং অন্যান্য সুবিধা পাওয়ার সম্ভাবনাকে আরও ত্বরান্বিত করতে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে অফিসিয়াল ইমেইল আইডি যা ব্যবহার করে স্কলারশিপ ও বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার আবেদন সহজ হয়। গবেষণায় সব ধরনের সুযোগ পাওয়া, রিসার্চ পেপার প্রকাশ তুলনামূলক সহজ হয়। সাথে সাথে যে কোন গবেষণায় সহজে ফান্ডিং এর আবেদন করা যায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যে কোন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ই-মেইল ঠিকানার জন্য আবেদন করতে পারবে। আবেদনের ভিত্তিতে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের ই-মেইল আইডি প্রদান করা হবে। তবে শিক্ষাজীবন সমাপ্তির পর তা আর কোনো শিক্ষার্থীর পক্ষে ব্যবহার করা সম্ভব হবে না।

মুক্ত ক্যাম্পাস/নাহরাইন/জেপি

পূর্ববর্তী নিবন্ধসহস্রাধিক চীনা শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধরবিবার থেকে শতভাগ আসনে যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো